াকা | এপ্রিল ২৮, ২০২৫ - ১২:৪৭ অপাহ্ন

৫৫ সদস্যের বাংলাদেশ উদ্ধার ও চিকিৎসা দল নেপিদোতে পৌঁছেছে

  • আপডেট: Tuesday, April 1, 2025 - 7:09 pm

অনলাইন ডেস্ক : মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তা নিয়ে বাংলাদেশ থেকে ৫৫ সদস্যের একটি শক্তিশালী উদ্ধার ও চিকিৎসা দল নেপিদোতে পৌঁছেছে ।

আজ মঙ্গলবার দুপুর ২ টায় এই শক্তিশালী উদ্ধার ও চিকিৎসা দল নেপিদোতে পৌঁছায়।

আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে বলা হয়, ‘দুটি সি ১৩০ জে এবং একটি সিএএসএসি ২৯৫ ডাব্লু ফ্লাইটে মোট ১৫ মেট্রিক টন ত্রাণ সামগ্রী নিয়ে বিমান তিনটি নেপিদো বিমানবন্দরে পৌঁছে, যার মধ্যে রয়েছে ৪ দশমিক ২ মেট্রিক টন ওষুধ ও চিকিৎসা পণ্য, তাঁবু এবং শুকনো খাবার।’

মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এম মনোয়ার হোসেন মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এম্বাসাডর এট লারজ চ তুনের কাছে ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন। দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মো. আফতাব হোসেন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে গত ৩০ মার্চ  বাংলাদেশ দুটি ফ্লাইটে ১৬ দশমিক ৫ মেট্রিক টন ত্রাণের প্রথম চালান পাঠিয়েছিল।

সূত্র: বাসস

Hi-performance fast WordPress hosting by FireVPS