াকা | এপ্রিল ২৮, ২০২৫ - ৪:১৮ পূর্বাহ্ন

সৌদি আরব, কাতার সফর করতে পারেন ট্রাম্প

  • আপডেট: Tuesday, April 1, 2025 - 10:59 am

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মে মাসে বিনিয়োগ চুক্তি করতে সৌদি আরব, কাতার ও আমিরাত সফরে যেতে পারেন।

সোমবার হোয়াইট হাউজে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, মে মাসে বা তার কিছুটা পরে এই সফর হতে পারে।  আমরা কাতার যাব। সম্ভবত তার সঙ্গে আরো কয়েকটা দেশে যাব। আমিরাত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই আমিরাত ও কাতারে যাব।

ট্রাম্প জানিয়েছেন, সৌদি আরবে তার সফর প্রায় এক ট্রিলিয়ান ডলারের (একের পর ১২টা শূন্য) বিনিয়োগ চুক্তিতে সই হবে। এর মধ্যে সামরিক সরঞ্জাম ও অস্ত্র কেনার বিষয়টিও থাকবে। এই চুক্তির ফলে প্রচুর কর্মসংস্থান হবে।

তবে এই চুক্তি নিয়ে আর বিস্তারিত তথ্য ট্রাম্প দেননি।

বার্তাসংস্থা রয়টার্স জানাচ্ছে, গাজা ও ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা হবে। গত জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর এটাই হবে ট্রাম্পের প্রথম বিদেশ সফর।

Hi-performance fast WordPress hosting by FireVPS