ঈদের ছুটিতে রামেক হাসপাতালে বিশেষ ব্যবস্থা

অনলাইন ডেস্ক: ঈদ উল ফিতরের ছুটিতে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। ৫ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি থাকাকালে হাসপাতালের জরুরি বিভাগ, লেবার রুম, এক্স-রে ও ল্যাব সার্বক্ষণিক চালু থাকবে।
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, পর্যাপ্ত ওষুধ ও সরঞ্জাম মজুত রাখতে হবে, অ্যাম্বুলেন্স সার্ভিস চালু রাখতে হবে এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের অন-কল সেবা নিশ্চিত করতে হবে। হাসপাতালের চিকিৎসক, ইন্টার্ন ও কর্মচারীদের ছুটি পর্যায়ক্রমে দেওয়া হয়েছে, যাতে সেবায় কোনো ঘাটতি না হয়।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, রোগীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থাও করা হয়েছে, যাতে ঈদের দিনে সেমাই, মিষ্টি, পোলাও ও মাংস থাকবে। এই বিশেষ ব্যবস্থার মাধ্যমে ছুটিতেও রোগীদের শতভাগ চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।