ঢাকা | মে ১৫, ২০২৫ - ১২:১৫ পূর্বাহ্ন

সৌদি আরবে ঈদ আজ

  • আপডেট: Sunday, March 30, 2025 - 12:44 am

সোনালী ডেস্ক: সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আজ রোববার দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে। গতকাল শনিবার মক্কা সময় সন্ধ্যার পর এক বিবৃতিতে সৌদির সুপ্রিম কোর্ট চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে এবং রোববারকে আনুষ্ঠানিকভাবে ঈদের শুরু হিসেবে ঘোষণা করেছে।

বিশ্বব্যাপী পবিত্র রমজান মাসের সমাপ্তি ও ঈদুল ফিতরের দিনটি চিহ্নিত করতে শাওয়াল মাসের চাঁদ দেখা গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইরানসহ অনেক দেশই ঈদের তারিখ ঘোষণা করেছে। এর আগে, সৌদি আরবের দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ সামাজিক মাধ্যমে এক পোস্টে শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য দেশের ২০টিরও বেশি স্থানে পর্যবেক্ষণ কার্যক্রমের কথা জানায়। ইসলামিক হিজরি মাসগুলো ২৯ অথবা ৩০ দিন স্থায়ী হয়।

সৌদি আরবে ২৯ রমজানে চাঁদ দেখা যাওয়ায় পবিত্র মাসটি ২৯ মার্চ শেষ হবে এবং ৩০ মার্চ ঈদ শুরু হবে।

Hi-performance fast WordPress hosting by FireVPS