ঢাকা | এপ্রিল ১, ২০২৫ - ১১:৪৭ পূর্বাহ্ন

সিরোইল স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

  • আপডেট: Sunday, March 30, 2025 - 12:28 am

স্টাফ রিপোর্টার: ঈদ মানেই আনন্দ। সেই আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ঢাকাসহ দূর দূরান্ত থেকে নিজ শহরে নাড়িঁর টানে পরিবার আর প্রিয় মানুষদের কাছে ছুটে আসে মানুষ। দীর্ঘ এক বছর পরে বন্ধুদের সাথে শৈশবের নানান স্মৃতি খুঁজে পান সকলে। গল্পে আড্ডায় মেতে উঠেন প্রতিনিয়ত। ঈদের এই কয়েকদিন রাজশাহীর পাড়া মহল্লায় সৃষ্টি হয় আনন্দময় এক সুন্দর পরিবেশ।

রাজশাহীর সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রথমবারের মতো পুনর্মিলনীতে ইফতার মাহফিলের মধ্য দিয়ে প্রাক্তন শিক্ষার্থীরা শৈশবের স্মৃতি ভাগাভাগি করেছেন। পুনমিলনীতে ৫৮ বছরের পুরোনো স্কুলটিতে এসেছেন সাবেক শিক্ষার্থী ও শিক্ষকরা। ঈদের ছুটি পেয়ে সুন্দর মুহূর্ত কাটাতে আনন্দে মাতোয়ারা হয়েছেন সকলেই।

অংশগ্রহণকারীরা জানান, কর্মমব্যস্ত জীবন শেষে ছুটি পেয়ে দীর্ঘপথ পাড়ি দিয়ে রাজশাহীর ঢাকা বাসস্ট্যান্ডে নিজ শহরে পা ফেলে স্বস্তির নিঃশ্বাস সকলের। এ বছর রাস্তায় তেমন যানজট না থাকায় সঠিক সময়ে নিজ গন্তব্যস্থলে আসতে পেরে খুঁশি সকলে। নতুন প্রজন্মের সাথে আগামী প্রজন্ম হাঁসি খুশি আর খুনসুটিতে মেতে উঠে মুহূর্তগুলো।

রাজশাহীর সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বড় পরিসরে আয়োজিত এই পুনর্মিলনীতে অংশ নেন স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আলাউদ্দিন।

এছাড়াও সাবেক শিক্ষার্থী রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, ৮৩ ব্যাচের শিক্ষার্থী রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মখলেসুর রহমান, ৮৪ ব্যাচের শিক্ষার্থী কাস্টমস কর্মকর্তা শফিকুল ইসলাম, রাবি টিএসসিসি’র উপ-পরিচালক আহসান কবির ও ৮৪ ব্যাচের শিক্ষার্থী ও যমুনা টেলিভিশনের সিনিয়র ভিডিও জার্নালিস্ট জাবীদ অপু, ২০১৯ ব্যাচের তালহা কবির, ২০১৭ ব্যাচের সৃজন ও ২০১৮ ব্যাচের আশহাব আবির প্রমুখ। পুনর্মিলনী অনুষ্ঠান পরিচালনা করেন ২০০৯ ব্যাচের শিক্ষার্থী ত্বাসীন মীম।