ঢাকা | এপ্রিল ১, ২০২৫ - ৮:০৩ পূর্বাহ্ন

রাজশাহীতে বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে অভিযান

  • আপডেট: Sunday, March 30, 2025 - 12:53 am

স্টাফ রিপোর্টার: বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে রাজশাহীতে অভিযান চালিয়েছে বিআরটিএর  ভ্রাম্যমাণ আদালত। শনিবার নগরীর শিরোইল বাস টার্মিনালে এ অভিযান চালানো হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল্পনা ইয়াসমিন বাসের বিভিন্ন কাউন্টার পরিদর্শন করেন এবং কাউন্টারগুলোকে অতিরিক্ত ভাড়া নেয়া থেকে বিরত থাকতে নির্দেশনা প্রদান করেন।

বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায় করায় গ্রামীণ ট্রাভেলস নামের একটি পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  বাকি পরিবহনগুলোকে সতর্ক করা হয়েছে।