যে কারণে ভেঙে গিয়েছিল সালমান-ঐশ্বর্যর বিয়ে, জানালেন আরবাজ

অনলাইন ডেস্ক : বলিউডের সুপারস্টার সালমান খানের বয়স ৬০ এর কোটায়। এখনও বিয়ের নাম নেই মুখে।প্রেম করেছেন রাশি রাশি। কিন্তু কোনো তরীতেই নিজেকেই ভেড়াতে পারেননি এই সুপারস্টার।
বলিউডপাড়ায় গুঞ্জন এখনও নাকি ঐশ্বরিয়া রাইকে ভুলতেই পারেননি সালমান খান।ঐশ্বর্যর সমকক্ষ কাউকে না পেয়ে বিয়ের পিড়িতে বসায় হয়নি বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলরের।
সালমানের জীবনে ক্যাটরিনা, জারিনসহ বহু নায়িকা এসেছে। অনেকের সঙ্গে প্রেমে জড়িয়েছেন। কিন্তু ঐশ্বরিয়ার স্মৃতি ভুলতে পারছেন না তিনি।
‘হাম দিল দে চুকে সানাম’সিনেমার শুটিং থেকে প্রেম শুরু সালমান ও ঐশ্বরিয়ার। সেই প্রেম নিয়ে চর্চাও হয়েছিল বিস্তর। ঐশ্বরিয়ার প্রেমে নাকি সেই সময়ে ডুবে ছিলেন সালমান। এমনকি বিয়ের কথাও ভেবেছিলেন। কিন্তু তার মাঝেই ঘটে ছন্দপতন। ভেঙে যায় সেই সম্পর্ক।
কেন বিয়ের পরিকল্পনা পর্যন্ত পৌঁছে গিয়েও সম্পর্ক ভেঙে গিয়েছিল? জানিয়েছিলেন সালমানের ভাই আরবাজ খান।
অভিনেতার ভাইয়ের ভাষ্যমতে, বিয়ের জন্য নাকি একেবারেই প্রস্তুত ছিলেন না ঐশ্বরিয়া। সেই কারণেই নাকি সালমানের সঙ্গে সম্পর্কে চিড় ধরে।
নব্বইয়ের দশকে সুন্দর মিস ওয়ার্ল্ড তকমা জেতার পরে পর পর ছবিতে অভিনয় করছিলেন ঐশ্বরিয়া। সেই সময়ে অভিনেত্রীর সৌন্দর্যে মুগ্ধ ছিলেন দর্শক। তার ক্যারিয়ারও ছিল ঊর্ধ্বমুখী। তাই তখনই বিয়ে করতে চাননি ঐশ্বরিয়া। অন্যদিকে, সালমান বিয়ে করে থিতু হতে চেয়েছিলেন।
আরবাজ জানিয়েছিলেন, সালমানের ভাবমূর্তি নিয়েও নাকি ঐশ্বরিয়ার পরিবারে সমস্যা ছিল। অভিনেত্রীর বাবার ধারণা ছিল, নারীদের সঙ্গে সালমানের ওঠাবসা একটু বেশিই। তাই সালমানকে জামাই হিসেবে মেনে নিতে আপত্তি ছিল তারও। অন্যদিকে, কাজ নিয়ে ব্যস্ত ছিলেন ঐশ্বরিয়া। সংসারে মন দিতে চাননি তখন।