ব্যবসায়ী সমন্বয় পরিষদের ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার: গতকাল শনিবার রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের উদ্যোগে গনকপাড়া মোড়ে প্রতিবন্ধী, এতিম ও দুস্থ প্রায় ৬০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে ১ কেজি পোলাও চাল, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম লাচ্ছা সেমাই ও ৫০০ গ্রাম খিল সেমাই। এটি রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের ২০তম ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান।
রাজশাহী ব্যবসায়ী সমন¦য় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী বলেন, সমাজের অসহায় দুস্থ মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতেই রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের এই ক্ষদ্র প্রয়াস।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, দৈনিক সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, সেভ দা নেচার চেয়ারম্যান মিজানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন, রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সহ-সভাপতি বিমল কুমার সরকার, যুগ্ম সম্পাদক আলী আশরাফ রোকন, বেকারী মালিক সমিতির সভাপতি সেলিম রেজা, কোষাধ্যক্ষ আফসার আলী মন্ডল, রাজশাহী বেনেতি ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মজিবর রহমান, বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি রাজশাহী শাখার সহ-সভাপতি মাহবুব রাজ্জাক নয়ন, স্ব-নির্ভর প্রতিবন্ধী সংস্থার সভাপতি আব্দুল মোমিন ও রজনীগন্ধা প্রতিবন্ধী সংস্থার সভাপতি রাসেল প্রমুখ।