বাঘায় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় বাংলাদেশ সাংবাদিক সংস্থার ইফতার, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে রওশনারা হোটেল কনফারেন্স রুমে আলোচনা সভায় সংস্থার বাঘা শাখার সভাপতি আমানুল হক আমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লালন উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্থার আহবায়ক সরকার শরিফুল ইসলাম।
প্রধান বক্তা ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা রফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন সংস্থার সদস্য আমিনুল ইসলাম বনি, রাজশাহী জেলার সহ-সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, বাঘা শাখার সদস্য নুরুজ্জামান, আশরাফুল আলম, সাইদুল ইসলাম, জহরুল হক প্রমুখ।