সোনালী সংবাদ

দুর্গাপুরে ৮০ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিল শ্যামলিমা ফাউন্ডেশন

দুর্গাপুর  প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ুয়া মেধাবী শিক্ষার্থীদের প্রতিবছরের ন্যয় এবারও নগদ শিক্ষাবৃত্তি দিল বেসরকারী সংস্থা শ্যামলিমা কল্যাণীয় ফাউন্ডেশন।

শনিবার উপজেলার রাতুগ্রামে শ্যামলিমা কল্যাণীয় ফাউন্ডেশনের আয়োজনে শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে ৮০ জন গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও ঈদ সামগ্রী তুলে দেয়া হয়।

কলেজ পড়ুয়া শিক্ষার্থী সুমাইয়া সেঁজুতির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলার প্রাক্তণ রেজিস্টার আলহাজ্ব আবদুর রউফ সরকার। এতে অতিথি ছিলেন বিশেষ অতিথি ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জুলফিকার মাহমুদ, পাবনা এডওয়ার্ড কলেজের সহকারী অধ্যাপক মোজাম্মেল হক, ডেপুটি কাস্টমস কমিশনার ঢাকা আব্দুল হান্নান, সহকারী সার্জন অর্থপেডিক বিভাগ বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা: অশোক কুমার সরকার, রাতুগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক আবির আলী, বখতিয়াপুর কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক কবীর সরকার, দুর্গাপুর সাংবাদিক সমাজের সাধারণ সম্পাদক (সাবেক)  মিজান মাহী, সিনিয়র সহ-সভাপতি এসএম আমিনুল ইসলাম প্রমুখ।

Exit mobile version