ঢাকা | এপ্রিল ১, ২০২৫ - ৮:০০ পূর্বাহ্ন

ঝরে পড়ছে আমের গুটি রাজশাহীতে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত

  • আপডেট: Sunday, March 30, 2025 - 12:51 am

স্টাফ রিপোর্টার: রাজশাহীসহ পার্শ্ববর্তী জেলাগুলোর ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। এতে আমের গুটি শুকিয়ে ঝরে পড়ছে। দুপুরে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় মানুষজন প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না।

গতকাল শনিবার রাজশাহী-ঢাকাসহ দেশের ২৪ জেলার ওপর দিয়ে বয়ে যায় তাপপ্রবাহ। এরমধ্যে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৪১ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, তাপপ্রবাহও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। চলতি বছরে ইতিমধ্যে দেশে একাধিক তাপপ্রবাহ বয়ে গেছে। অনেক জেলায় এ তাপপ্রবাহে বেড়েছে গরম।

গত বৃহস্পতিবার ১৩ জেলায় শুরু হওয়া তাপপ্রবাহ শুক্রবার দেশের ১৫ জেলায় বিস্তৃত হয়েছে। ওইদিন চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সে অনুযায়ী এসব জেলার ওপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে চিকিৎসকরা চলমান তাপপ্রবাহে হিট স্ট্রোকে আক্রান্ত হবার সম্ভাবনার কথা জানিয়েছেন। গরমজনিত রোগে আক্রান্ত রোগির সংখ্যা হাসপাতাল গুলোতে বৃদ্ধি পাচ্ছে। এই গরমে মানুষজনকে সাবধানে চলাচল করার পরামর্শ দিয়েছেন।

কৃষিবিদরা বলছেন, এই তাপপ্রবাহে আম, লিচুর গুটি ঝরে পড়ছে। এজন্য সম্ভব হলে তারা গাছে পানি স্প্রে করার পরামর্শ দিয়েছেন। এছাড়া মাঠে থাকা বোরো ধান, ভুট্টা, সবজিসহ অন্যান্য ফসলে সেচ অব্যাহত রাখতে হবে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, তাপপ্রবাহ চলমান থাকবে। আজ রোববার কিছুটা কমতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শনিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, লক্ষীপুর ও ফেনী জেলাসহ খুলনা বিভাগের (আট জেলা) ওপর দিয়ে মাঝারী তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা অব্যাহত ও বিস্তার লাভ করতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, আগামী কয়েকদিন তাপমাত্রা এমনই থাকতে পারে। গতকাল শনিবার ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

যশোর ও সিরাজগঞ্জের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও রাঙ্গামাটি জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

রোববারের পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।