ঢাকা | এপ্রিল ১, ২০২৫ - ৮:০৯ পূর্বাহ্ন

জেলা তরুণদলের ইফতার ও দোয়া মাহফিল

  • আপডেট: Sunday, March 30, 2025 - 1:02 am

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদল রাজশাহী জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার নগরীর আলুপট্টি মোড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে- স্বাধীনতার ঘোষক ও আধুনিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম- এর আত্মার মাগফেরাত এবং মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করা হয়।

এছাড়াও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদল রাজশাহী জেলার সভাপতি গোলাম মর্তুজা মাসুম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ইশা। এসময় তরুণদল রাজশাহী জেলার সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম জুয়েল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা,

জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি তোফাজ্জল হোসেন তপু, সাবেক সংসদ সদস্য জাহান পান্না, রাজশাহী জেলা বিএনপির সদস্য রোকনুজ্জামান আলম, জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা মামুন, জেলা বিএনপির সদস্য রায়হানুল আলম রায়হান প্রমুখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, মহিলা দলের সাধারণ সম্পাদক রোমানা হোসেন, সহ-সভাপতি ফরিদা বেগম,

জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আমমান আলী, তরুণ দলের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সাহিফুল হোসেন সুমন, বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল রাজশাহীর সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদ হোসেন রাশেল, সহ-সভাপতি আশিকুল ইসলাম প্রমুখ।