গণঅভ্যুত্থানে শেরপুরের দুই শহীদ পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার

অনলাইন ডেস্ক : দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চব্বিশের জুলাই-আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দুই শহীদ আশরাফুল ইসলাম ও শাহাদাত হোসেনের পরিবারকে ঈদ উপহার সামগ্রী দিয়েছে বিএনপি।
আজ রোববার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচূড়া এলাকার এই দুই শহীদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
উপহার সামগ্রীর মধ্যে ছিল- সেমাই, চিনি, পোলাও চাল, সয়াবিন তৈল, পিঠা, আলু, পিঁয়াজ, ডাল, নুডলস, মুড়ি ও সাবান। এছাড়া পরিবারের নারী সদস্যদের জীবিকা নির্বাহের জন্য একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়।
এ সময় ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান, মো. লুৎফর রহমান, আদর্শ কো-অপারটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান মো. ছালেহ আহাম্মেদসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগি সংগঠনের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।
এবিষয়ে মো. মাহমুদুল হক রুবেল বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার পৌছে দেওয়া হয়েছে। শহীদ পরিবারের সদস্যদের কুশল বিনিময়সহ সার্বিক খাঁজখবর নেওয়া হয়েছে।
সূত্র: বাসস