ঢাকা | এপ্রিল ১, ২০২৫ - ৭:০২ পূর্বাহ্ন

বাঘায় বোমা তৈরি করতে গিয়ে কলেজ ছাত্রের কবজি বিচ্ছিন্ন, গ্রেপ্তার ৩

  • আপডেট: Saturday, March 29, 2025 - 10:26 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় বোমা তৈরি করতে গিয়ে সজিব হোসেন নামের এক কলেজ ছাত্রের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে।

 শনিবার বেলা ৩টার দিকে বাঘা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দালাল পাড়া গ্রামের এক আম বাগানে এ ঘটনাটি ঘটেছে।  এ ঘটনাা সাথে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সজিব হোসেনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থা বেগতিক দেখে দায়িত্বরত ডাক্তার সাজিয়া খান বিপাশা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

জানা গেছে, বাঘা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দালাল পাড়া গ্রামের জয়নাল হোসেনের ছেলে সজিব হোসেন (২০), একই গ্রামের রেজাউল করিমের ছেলে রাকিব হোসেন (১৬) ও সাইফুল ইসলামের ছেলে শাকিব হোসেন (১৭) এক আম বাগানে বোমা তৈরি করছিল।

এসময় বোমা বিস্ফোরিত হয়ে সজিব হোসেনের বাম হাতের কবজি বিছিন্ন হয়ে যায়। সহযোগি রাকিব হোসেন ও শাকিব হোসেন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনার সাথে জড়িত সজিব, রাকিব ও শাকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আহত সজিব হোসেনের পিতা জয়নাল হোসেন বলেন, ঈদকে সামনে রেখে আনন্দ করার জন্য দুই বন্ধুকে সাথে নিয়ে পটকা তৈরি করতে গিয়ে বিস্ফোরিত হয়ে আমার ছেলের হাত বিছিন্ন হয়ে গেছে।

তারা কোন পরিকল্পনা করার জন্য এ ঘটনা তরেনি বলে দাবি করেন তিনি। এ বিষয়ে বাঘা মেলা কমিটির ইজারাদার শফিউর রহমান শফি বলেন, ৫০০ বছরের মেলা নষ্ট করার টার্গেট নিয়ে তারা বোমা তৈরি করতে গিয়ে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

বাঘা থানার ওসি আ ফ ম আসাদুজ্জামান বলেন, ঘটনার সাথে জড়িত ৩ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্ফোরণ আইনে মামলার প্রস্ততি চলছে।  আহত সজিব হোসেন জোতরাঘব বিএম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

রাকিব হোসেন ও শাকিব হোসেন স্থানীয় ভোকেশনালের নবম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।