বাগমারায় ঈদ উপলক্ষে যুবদল নেতার শাড়ি ও লুঙ্গি বিতরণ

বাগমারা প্রতিনিধি: বাগমারায় বিভিন্ন এলাকার গরিব, অসহায় ও দুস্থ পরিবারের নারী-পুরুষের মাঝে পবিত্র ঈদ উপলক্ষে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন জেলা যুবদলের সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম টুটুল।
শনিবার বিকালে রেজাউল করিম টুটুলের বাগমারাস্থ নিজ বাসভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন- ভবানীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল মালেক মানিক, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান, ভবানীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহীন হোসেন, যুগ্ন আহ্বায়ক দুলাল হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহব্বত হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব উজ্জল হোসেন ও যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন প্রমুখ।