ঢাকা | মে ৫, ২০২৫ - ২:০৭ পূর্বাহ্ন

নাটোরে ডিসি বাংলোতে পুঁতে রাখা সংসদ নির্বাচনের ১০০ বস্তা ব্যালট উদ্ধার

  • আপডেট: Saturday, March 29, 2025 - 11:11 pm

সোনালী ডেস্ক: নাটোর শহরের পুরাতন ডিসি বাংলোর চত্বর থেকে ২০২৪ সালের সংসদ নির্বাচনের ১০০ বস্তা ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এসব ব্যালট উদ্ধার করে। মূলত ডিসি বাংলোর পাশের পুকুরে অস্ত্র খুঁজতে গিয়ে পুঁতে রাখা এসব ব্যালট পাওয়া যায়। জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার (নেজারত, ডেপুটি কালেক্টরেট) উমর ফারুক বলেন, ব্যালটগুলো পরীক্ষা করা হচ্ছে।

এগুলো সম্পূর্ণ গণনা করাও হয়নি। ধারণা করা হচ্ছে, এগুলো বাজেয়াপ্ত করা ব্যালট। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। জেলা প্রশাসনের ডেপুটি কালেক্টরেট রাশেদুল ইসলাম জানান, বস্তাভর্তি ব্যালট পেপার পুঁতে রাখার খবর পেয়ে পুরাতন ডিসি বাংলোতে আসি। সেখানে মাটি খুঁড়ে শতাধিক বস্তা ব্যালট উদ্ধার করি। এগুলো গত সংসদ নির্বাচনে ব্যবহৃত হয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ছয় মাস পর্যন্ত এগুলো ট্রেজারিতে জমা থাকে।

পরবর্তীতে মামলা-মোকাদ্দমা না হলে ধ্বংস বা অন্যত্র সরিয়ে ফেলা হয়। এরই অংশ হিসেবে ট্রেজারিতে পর্যাপ্ত জায়গা না থাকায় পুরাতন ডিসি বাংলোর পরিত্যক্ত ভবনে রাখা হয়। কিন্তু কে বা কারা ব্যালটগুলো গুদাম থেকে বের করে এখানে পুঁতে রেখেছে, তা আমাদের জানা নেই।

জেলা প্রশাসন ও সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে,  শনিবার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে শহরের কান্দিভিটুয়া এলাকায় জেলা প্রশাসকের পুরাতন ডাকবাংলো চত্বরে অভিযান চালায়। এ সময় ওই এলাকায় মাটির নিচে থেকে গত সংসদ নির্বাচনের ১০০ বস্তা ব্যালট পেপার পাওয়া যায়। ব্যালটগুলোর কিছু ব্যবহৃত, কিছু অব্যবহৃত। তবে সংখ্যা নিরূপণ করা শেষ হয়নি এখনও।

সদর থানার ওসি মাহবুর রহমান বলেন, জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে এসব ব্যালট উদ্ধার করা হয়। এগুলো মাটির নিচে চাপা দেওয়া ছিল। জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, ব্যালটগুলো এখানে কীভাবে এলো, তা আমার জানা নেই। এ ব্যাপারে সাধারণ ডায়েরি করার জন্য আমার কার্যালয়ের কর্মকর্তাদের বলেছি। সেইসঙ্গে ঊর্ধ্বতনদের জানিয়েছি।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের পুরোনো বাংলোটির অবস্থান শহরের কান্দিভিটুয়া এলাকায় নাটোর সদর হাসপাতাল ও পুরোনো থানা ভবনের মাঝখানে। এখান থেকেই গত শুক্রবার চারটি শটগানসহ ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। বাংলোটিতে গত তিন যুগেও কোনো জেলা প্রশাসক থাকেননি। তারা থাকেন মোহনপুর এলাকায় নতুন বাংলোতে। ২০২৪ সালের নির্বাচনের সময় নাটোরের জেলা প্রশাসক ছিলেন আবু নাসের ভূঞা।

Hi-performance fast WordPress hosting by FireVPS