তারেক রহমানের ঈদ উপহার পেলেন শহিদ রায়হানের পরিবার
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহিদ রায়হানের পরিবারকে ঈদ উপহার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার বিকাল ৩টার দিকে নিয়ামতপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে শহিদ রায়হানের বাড়িতে গিয়ে তার হাতে আর্থিক অনুদান ও ঈদ উপহার তুলে দেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা ডা. ছালেক চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশা, হাজিনগর ইউপি সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম, যুবদলের আহ্বায়ক মনজুর রহমান, যুবদল নেতা খলিল, যুবদলের সাবেক সহ-সভাপতি সালাউদ্দীন সিরাজী পলাশ, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, মেহেদী হাসান, বদিউজ্জামান প্রমুখ।