ঢাকা | মে ২৬, ২০২৫ - ৫:৪৭ পূর্বাহ্ন

ঢাকা থেকে ফিরেই শেফিল্ডকে জেতালেন হামজা চৌধুরী

  • আপডেট: Saturday, March 29, 2025 - 9:19 pm

অনলাইন ডেস্ক: ক্যারিয়ারে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে বাংলাদেশ থেকে যুক্তরাজ্য ফিরেই মাঠে নামতে হলো হামজা চৌধুরীকে। বিমানের দীর্ঘ ভ্রমণক্লান্তি কাটিয়ে ওঠার আগে মাঠে নেমেই দলকে জেতাতে রেখেছেন দারুণ ভূমিকা।

ইংলিশ লিগ চ্যাম্পিয়নশিপে কভেন্ট্রিকে ৩-১ গোলে হারিয়েছে শেফিল্ড ইউনাইটেড।প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলার ৭২ ঘণ্টা পরই মাঠে নামতে হয়েছে বাংলাদেশের তারকা ফুটবলার হামজা চৌধুরীকে।

কভেন্ট্রির বিপক্ষে ৩ গোলদাতার তালিকায় হয়তো নাম নেই তার; কিন্তু ম্যাচের ৮৯ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন এবং অসাধারণ খেলেছেন তিনি।

দ্য ইয়র্কশায়ার পোস্ট কভেন্ট্রির বিপক্ষে ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের খেলোয়াড়দের রেটিং নির্ধারণ করেছে। যেখানে তারা হামজা চৌধুরীকে দিয়েছে ১০ এর মধ্যে ৯ রেটিং। অন্যদের ৭ এর বেশি রেটিং দিতে পারেনি তারা।

৮৯ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন হামজা চৌধুরী। তিনি খেলেন মূলত ডিফেন্সিভ মিডফিল্ডে। প্রতিপক্ষের একের পর আক্রমণ ঠেকিয়ে দেয়ার সঙ্গে সঙ্গে মিডফিল্ডে বল তৈরি করে দেয়ার কাজটা বেশ নিখুঁতভাবেই করেছেন তিনি।

যার ফলে দেখা গেছে, ১৯ মিনিটে গুস্তাভো হ্যামার ফ্রি-কিকে গোল করার পর তার সতীর্থরা অভিনন্দন জানাচ্ছেন হামজা চৌধুরীকেই।

৩০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেছিলেন টাইরেস ক্যাম্পবেল। ৬২তম মিনিটে ৩-০ ব্যবধান তৈরি করেন রিয়ান ব্রেউস্টার। ম্যাচের একেবারে শেষ প্রান্তে, ইনজুরি সময়ে (৯০+২ মিনিটে) জ্যাক রুডনি কভেন্ট্রির হয়ে একটি গোল শোধ করেন।

Jagonews24 Google News Channelজাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।
কভেন্ট্রিকে হারিয়ে ইংলিশ লিগ চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে শেফিল্ড ইউনাইটেড। ৩৯ ম্যাচ শেষে ৮৩ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে তারা। ৩৮ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লিডস ইউনাইটেড।

Hi-performance fast WordPress hosting by FireVPS