ঈদ উপলক্ষে শাকিলের নেতৃত্বে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আন-নূর ইসলামী পাঠাগার ও জনকল্যাণ কেন্দ্রের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শনিবার বিকেলে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ শাকিলুর রহমান শাকিল।
এসময় তিনি বলেন, ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি ভ্রাতৃত্ব, সাম্য ও মানবতার প্রতীক। এই ধরনের উদ্যোগ সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সাহায্য করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের সদস্যরা এবং উপকারভোগীরা। এ সময় বক্তারা ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নেয়ার গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
আন-নূর ইসলামী পাঠাগার ও জনকল্যাণ কেন্দ্রের সভাপতি বলেন, আমাদের লক্ষ্য অসহায় মানুষের পাশে দাঁড়ানো। ঈদের এই আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মাধ্যমে আমরা সমাজের প্রতি আমাদের দায়িত্ব পালন করতে চাই।
অনুষ্ঠানের মাধ্যমে অসংখ্য দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
রাজশাহীর বোয়ালিয়া থানার সংসপুরায় অনুষ্ঠিত এ কর্মসূচি এলাকার মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। অংশগ্রহণকারীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানান। রাজশাহীতে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত