ঢাকা | মার্চ ৩১, ২০২৫ - ৭:০৫ অপরাহ্ন

ঈদের কেনাকাটায় শেষ মুহূর্তে নজর টুপি-আতরে

  • আপডেট: Saturday, March 29, 2025 - 12:02 am

কবীর তুহিন: দরজায় কড়া নাড়ছে ঈদ। এখন সুগন্ধি ও টুপির খোঁজে ব্যস্ত অনেকে। ঈদে পাঞ্জাবির সাথে মিলিয়ে টুপি ও পছন্দের সুবাস গায়ে মাখাতে ভিড় করছেন আতর-টুপির দোকানে। ঘ্রাণ শুঁকে খুঁজে নিচ্ছেন পছন্দের আতর।

শুক্রবার নগরীর আরডিএ মার্কেট সংলগ্ন এলাকার ফুটপাত ও বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে, এখন সবার নজর আতর এবং টুপির দিকে। তাই শেষ মুহূর্তে ক্রেতারা ভিড় করছেন আতর আর টুপির দোকানগুলোতে। ক্রেতাদের হাতে পছন্দের টুপি, আতর, জায়নামাজ কিংবা তসবি তুলে দিতে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা।

ছোট ছোট দোকানে একটার পর একটা সাজিয়ে রাখা হয়েছে বাহারি সব টুপি। ১০ বছরের ছেলে সন্তানকে নিয়ে শুক্রবার  সকাল সাড়ে ১১টার দিকে আরডিএ মার্কেটে আতর ও টুপি কিনতে আসেন কাটাখালি এলাকার বাসিন্দা হোসেন আলী। তিনি বলেন, ‘ঘরের সবার জন্য জামা-কাপড়সহ অন্যান্য সব কেনাকাটা শেষ। তবে ঈদের জন্য নতুন করে টুপি এবং আতর কেনা বাকি ছিল। সেইগুলো কিনতে আজ ছেলেকে নিয়ে এসেছি সাহেববাজারে। পাশাপাশি জায়নামাজ দেখছি। পছন্দ হলে নিয়ে নিব।

রঙবেরঙের টুপিতেই নজর সব ক্রেতাদের। এছাড়া শিশুদের বেশ পছন্দের বিভিন্ন রঙের টুপি। অন্যদিকে বড়রা সাদা ও হালকা রঙের টুপিই বেশি পরেন। তাই বিক্রেতাদের ঘিরে বিভিন্ন ধরনের নকশার টুপি খুঁজতে ভিড় করছেন ক্রেতারা।

সাহেববাজার বড় মসজিদ এলাকা, নিউ মার্কেট, লক্ষ্মীপুর বাজার, কোর্ট বাজার এবং আরডিএ মার্কেট এলাকায় বিভিন্ন রঙের চায়না টুপি প্রতিটি ৮০ থেকে ১৫০ টাকা, আল ফারুক টুপি ১০০ টাকা, ওমানি টুপি ২০০ থেকে ২৮০ টাকা, পাকিস্তানি চুমকি টুপি ৩০০ টাকা, সুলতানি টুপি ৪০০ টাকা, ঢাকার নায়েম ক্যাপ ১০০ টাকা দরে বিক্রি হ”েছ। কম দামি টুপির মধ্যে কাপড়ের লম্বা টুপি মান ভেদে ৩০ থেকে ৪০ টাকা, হাতে বোনা জালি টুপি ৬০ থেকে ১৫০ টাকা, ভারতের নেটের টুপি ২৫ থেকে ৩৫টাকা ও প্লাস্টিকের টুপি ২৫ থেকে ৪০ টাকায় পাওয়া যা”েছ। এছাড়া ছোট বাচ্চাদের চুমকি, মখমল কাপড়ের টুপি ৭০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

আরডিএ মার্কেট এলাকার টুপি বিক্রেতা মনোয়ার বলেন, ‘শুক্রবার জুম্মার নামাজের পর থেকেই টুপি কেনার জন্য ক্রেতাদের ভিড় হয়। বেচাবিক্রিও ভালো হয়েছে। আমরা ঈদের দিন ভোর বেলা পর্যন্ত দোকান খোলা রাখি। এই আরডিএ মার্কেটে কয়েক হাজার মালিক ও কর্মচারী সারারাত ব্যবসা করে বাড়ি ফেরার সময় অনেকে টুপি ও আতর নেন নিজেদের জন্য।

সুগন্ধি লাগানো মহানবীর (সা.) সুন্নত। তিনি সুগন্ধি লাগিয়ে ঈদগাহে যেতেন। তাই সব শ্রেণির মুসল্লি সুগন্ধি লাগিয়ে ঈদগাহে অথবা মসজিদে যান। তাই বিভিন্ন মার্কেট ও দোকান ঘুরে আতরের দোকানগুলোতেও ভিড় দেখা গেছে। বিক্রেতারা জানিয়েছেন, ফেরদাউস, খশ, মেশক আম্বার, কস্তুরি, মক্কা প্রভৃতি আতরের কদর আছে।

ছোট এক শিশি সাধারণ আতর বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকায়। বাজারের বেশির ভাগ আতর আসে মধ্যপ্রাচ্য ও ইউরোপের দেশগুলো থেকে। পাশাপাশি বিক্রি হচ্ছে দেশি ব্র্যান্ডের আতরও। বিভিন্ন দোকানে উন্নত মানের আতর ২ হাজার থেকে ৫ হাজার টাকা তোলা দরে বিক্রয় হচ্ছে।