ঢাকা | এপ্রিল ১, ২০২৫ - ৮:২০ অপরাহ্ন

আত্রাইয়ে ট্রান্সফরমার চুরির হিড়িক ফের তিনটি ট্রান্সফরমার চুরি

  • আপডেট: Saturday, March 29, 2025 - 10:28 pm

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ট্রান্সফরমার চুরির হিড়িক পরেছে। মাত্র ১০ দিনের মাথায় আবারো গভীর নলকূপরে তিনটি ট্রান্সফরমার চুরি সংঘটিত হয়েছে।

এর আগে গত ১৯মার্চ দিনগত রাতে দুটি নলকূপের ছয়টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। এ নিয়ে গত ছয়মাসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অন্তত: ৫১টি বৈদ্যতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটল।

তবে প্রতিনিয়িত এসব চুরির ঘটনা ঘটলেও পুলিশ কাউকে গ্রেপ্তার বা চুরির ট্রান্সফরমার এখনো উদ্ধার করতে পারেনি। ফলে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে।

উপজেলার সিংসাড়া গ্রামের মৃত মকবুল হোসনের ছেলে তুহিন হোসেন বলেন,গ্রামরে দক্ষি মাঠে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের আওতায় গভীর নলকূপ রয়েছে।

ওই নলকূপের অপারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। তিনি বলেন,শনিবার ভোরে পাহাড়াদার সেহরি খাবার জন্য বাড়িতে আসে।

পরে নলকূপে গিয়ে দেখতে পান তিনটি ট্রান্সফরমার  চুরি হয়ে গেছে।

এর আগে গত ১৯ মার্চ দিনগত গভীর রাতে উপজেলার দমদমা মাঠ ও একই এলাকার দিঘা রুইয়ের বিল এলাকা থেকে দুটি গভীর নলকূপের ৬টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে।

এরই মধ্যে নতুন করে সিংসাড়া মাঠে এই চুরির ঘটনা ঘটল। এ নিয়ে গত ছয় মাসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অন্তত:৫১টি ট্রান্সফরমার চুরি হলো। তবে এখন পর্যন্ত এসব চুরির ট্রান্সফরমার উদ্ধার এবং কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ ।

ফলে কৃষকদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পরেছে। আত্রাই উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের সহকারী প্রকৌশলী আলী হাসান বলেন,এসব ট্রান্সফরমার চুরির ঘটনায় থানায় অভিযোগ দেয়া হচ্ছে কিন্তু এখন পর্যন্ত চুরির ঘটনায় কাউকে গ্রেপ্তার বা মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ।

ফলে কৃষকদের মাঝে চরম আতঙ্ক দেখা দিয়েছে। আত্রাই থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন বলেন, গত রাতে ট্রান্সফরমার চুরির ঘটনা কেউ জানায়নি।

অভিযোগ পেলে ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এছাড়া আগের চুরি হওয়া ট্রান্সফরমার উদ্ধারসহ জরিতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Proudly Designed by: Softs Cloud