াকা | এপ্রিল ২৮, ২০২৫ - ৪:০ পূর্বাহ্ন

‘নিজের অস্তিত্বকে খাটো করে জীবনে কোনো কাজ করব না’

  • আপডেট: Friday, March 28, 2025 - 11:39 am

অনলাইন ডেস্ক : বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন নাকি সব কথা চুপচাপ শুনে নেন। তারপর সেই সব কথা তার নিজের মধ্যেই থেকে যায়! বাইরে বেরোয় না। ছেলের বউ সম্পর্কে কয়েক বছর আগে এমনই মন্তব্য করেছিলেন স্বয়ং জয়া বচ্চন।

তখন তিনি বলেছিলেন, বৌমা বাড়ি এসে কন্যা শ্বেতার জায়গা যেন পূরণ করে দিয়েছেন। পাশাপাশি তিনি এ-ও বলেছিলেন, পারিবারিক জমায়েতে ঐশ্বরিয়া অতিরিক্ত কথা বলে না। ও খুব ভালো করে জানে কারা বচ্চন পরিবারের ভালো বন্ধু।

পুত্রবধূকে নিয়ে এমন প্রশংসা করেন জয়া নিজেই। যদিও তখন সদ্য বিয়ে হয়েছে ঐশ্বরিয়া-অভিষেকের, প্রায় ১৭ বছর আগের কথা। তখনই নাকি শ্বশুরবাড়ির মন রাখার জন্য কিছু করতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন সাবেক এই বিশ্বসুন্দরী।

গত কয়েক মাস ধরেই অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাই বচ্চনের মধ্যে বিচ্ছেদ নিয়ে চর্চা তুঙ্গে। মাস কয়েক আগে শোনা যায়, ঐশ্বরিয়া তার মেয়ে আরাধ্যাকে নিয়ে বচ্চনদের বাড়ি ছেড়ে চলে যান। ওঠেন নিজের মায়ের কাছে।

ঐশ্বরিয়া বরাবরই নিজের অবস্থান পরিষ্কার রেখেছেন সকলের সামনে। বিয়ের পরই তাকে প্রশ্ন করা হয়, শ্বশুরবাড়ির যোগ্য বৌ হতে কিংবা সন্তানের জন্য নিজের আত্মত্যাগ করবেন কি না! তাতেই অভিনেত্রী সাফ জানান, নিজের অস্তিত্বকে খাটো করে জীবনে কোনো কাজ করবেন না।

যদিও ২০১১ সালে মেয়ে আরাধ্যার জন্মের পর থেকেই কাজ কমিয়ে দিয়েছেন। অভিনেত্রীর জীবন এখন মেয়েকে ঘিরেই যেন আবর্তিত। সন্তান মানুষ করার প্রায় পুরো দায়ভার নিজের কাঁধে নিয়েছেন। মা হিসেবে ঐশ্বরিয়া যে অসাধারণ, সে কথা অভিষেক নিজেই বলেছেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS