ঢাকা | মার্চ ৩১, ২০২৫ - ৩:০৮ অপরাহ্ন

শিরোনাম

শিবগঞ্জে পারিবারিক কবর জিয়ারত করলেন সাবেক এমপি শাহজাহান

  • আপডেট: Friday, March 28, 2025 - 11:19 pm

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা কবরস্থানে পরিবারের প্রয়াত সদস্যদের কবর জিয়ারত করছেন।

শুক্রবার বেলা ২টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার কদমতলা মহল্লায় কবরস্থানে পরিবারের প্রয়াত সদস্য, বাবা-মা ও ভাইয়ের কবরের পাশে জিয়ারত করেন।

এ সময় কোরআন তেলাওয়াত করতে দেখা যায় তাকে। জিয়ারতের সময় আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ বাবু, শিবগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল বাসার ও ছাত্রনেতা হাফিজুর রহমান সুমন প্রমুখ।