াকা | এপ্রিল ২৮, ২০২৫ - ৪:০৭ পূর্বাহ্ন

শিগগিরই বিয়ে করছেন প্রভাস, পাত্রী কে?

  • আপডেট: Friday, March 28, 2025 - 11:38 am

অনলাইন ডেস্ক : দক্ষিণী তারকা প্রভাসের ব্যক্তিগত জীবনে বহু নারীর সঙ্গে নাম জড়িয়েছিল। একই ইন্ডাস্ট্রিজের অভিনেত্রী আনুষ্কা শেঠির সঙ্গে তার বিয়ের গুঞ্জনও উঠেছিল। আবার শুটিং সেট থেকে কৃতি শ্যাননের সঙ্গেও প্রেমে নাম জড়িয়েছিল তার। যদিও কোনো সম্পর্ক থেকেই সদুত্তর আসেনি।

সবকিছু উড়িয়ে এবার বিয়ের পিঁড়িতে বসছেন প্রভাস। যদিও বছর খানেক ধরেই শোনা যাচ্ছিল তার বিয়ের কথা। তাই তো বরের বেশে দেখতে বহুদিন ধরে অপেক্ষা করছেন তার অনুরাগীরা। অবশেষে তাদের সেই ইচ্ছাই পূরণ হতে চলেছে।

পরিবারের পছন্দ করা মেয়েকেই বিয়ে করছেন প্রভাস। তবে তিনি নাকি তারকা অঙ্গনের কেউ নন! শোনা যাচ্ছে, হায়দেরাবাদের এক প্রভাবশালী ব্যবসায়ীর মেয়েই হতে যাচ্ছেন নায়কের পাত্রী।

এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, প্রভাসের বিয়ের প্রস্তুতিও নাকি অনেকটা এগিয়ে রেখেছে তার পরিবার।

এর আগেও প্রভাসের বিয়ে নিয়ে নানা রকমের গুঞ্জন ছড়িয়েছে। কিন্তু প্রভাসের বয়সের কথা মাথায় রেখে অনুরাগীদের ধারণা, এবার সত্যিই বিয়ের পিঁড়িতে বসছেন। যদিও অভিনেতার পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Hi-performance fast WordPress hosting by FireVPS