ঢাকা | মার্চ ৩১, ২০২৫ - ৬:১৩ পূর্বাহ্ন

শিরোনাম

মোহনপুরে কৃষক আলতাফ হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

  • আপডেট: Friday, March 28, 2025 - 12:06 am

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার কৃষক আলতাফ শাহ হত্যা মামলার পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। নিহত কৃষক আলতাফ শাহ (৫২) বাড়ি উপজেলার ধুরইল গ্রাম।

গত বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব বিষয়টি নিশ্চিত করেছে। গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ফরিদপুরের সালথা উপজেলার সিংহপ্রতাপ গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর একটি দল।

গ্রেপ্তার দু’জন হলেন- মোহনপুর উপজেলার ধুরইল গ্রামের রুস্তম আলীর ছেলে শরিফুল ইসলাম (৩৫) ও মো. রাসেল (২৪)। তারা নিহত কৃষক আলতাফের চাচাতো ভাই। গত ১৬ মার্চ সকালে মোহনপুরের তুলশিক্ষেত্র বিলের একটি ডোবায় নিহত আলতাফের মরদেহ পাওয়া যায়। এর আগে ৯ মার্চ থেকে নিখোঁজ ছিলেন তিনি।

১০ মার্চ আলতাফের জমিতে মগজ সাদৃশ মাংস এবং জমি থেকে কিছুটা দূরে ফোটা ফোটা রক্তের দাগ দেখা গিয়েছিল। এর ছয়দিন পর প্রায় ছয় কিলোমিটার দূরের ডোবায় কৃষক আলতাফের মাথা থেতলানো লাশ পাওয়া যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার শরিফুল ও রাসেল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তাদের সঙ্গে চাচা আলতাফের জমি সংক্রান্ত বিরোধ ছিল। ৯ মার্চ রাতে আলতাফ জমিতে সেচ দিতে গিয়েছিলেন।

তখন কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে হত্যা করা হয়। গ্রেপ্তার দুই আসামিকে মোহনপুর থানা-পুলিশে হস্তান্তর করা হয়েছে।