ঢাকা | মার্চ ৩১, ২০২৫ - ৩:০৫ অপরাহ্ন

শিরোনাম

মায়ের চিকিৎসার টাকা নিয়ে ফেরার পথে ১২ লাখ টাকা ছিনতাই

  • আপডেট: Friday, March 28, 2025 - 11:26 pm

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে মায়ের চিকিৎসার জন্য স্বর্ণ বিক্রি করে বাড়ি ফেরার পথে ১২ লাখ টাকা ছিনতাইয়ের শিকার হয়েছেন দুবাইফেরত এক ব্যক্তি।

বৃহস্পতিবার উপজেলার নান্দিনামধু আমতলা এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ইসমাইল হোসেন জানান, তাঁর মা দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছেন। চিকিৎসার খরচ জোগাতে তিনি সিরাজগঞ্জ শহরে গিয়ে ১৩ লাখ ৪৬ হাজার ১৫৩ টাকার স্বর্ণ বিক্রি করেন। এর মধ্যে ১ লাখ ৪৬ হাজার ১৫৩ টাকা খরচ করে বাকি ১২ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে বাড়ির পথে রওনা হন।

পথে হেলমেট পরা দুই দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে ছুরি দেখিয়ে নগদ টাকা, মোটরসাইকেলের স্মার্ট কার্ড, মানিব্যাগ ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়। কামারখন্দ থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল লতিফ বলেন, ‘বিষয়টি জানার পর আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি। ভুক্তভোগী গতকাল ইফতারের পর থানায় এসে অভিযোগ দিয়েছেন। দোষীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’