ঢাকা | এপ্রিল ১, ২০২৫ - ১:১৩ পূর্বাহ্ন

 বিভিন্ন উপজেলায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

  • আপডেট: Friday, March 28, 2025 - 11:35 pm

সোনালী ডেস্ক: রাজশাহীর বিভিন্ন উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা ও শহিদ মিনারে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিল।

কাশিয়াডাঙা কলেজ

কাশিয়াডাঙা কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় জাতীয় পতাকাকে সালাম প্রদর্শন ও জাতীয় সক্সগীত পরিবেশন, শোভাযাত্রা ও কলেজ চত্বরস্থ শহিদ মিনারে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিল। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আবদুল করিম শাহ্। দোয়া পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক মজিবুর রহমান।

কালচারাল একাডেমি

রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমিতে প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। একাডেমির পরিচালক  হরেন্দ্র নাথ সিং এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহযোগী অধ্যাপক ফোকলর বিভাগ ও ছাত্র উপদেষ্টা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ড. আমিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গনেশ মার্ডী, সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র  রাজোয়াড়।

পবা

পবা উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে শহিদের প্রতি শ্রদ্ধার ফুলে ভরে উঠে পবা উপজেলা পরিষদ শহিদ মিনার। সকাল ৮টায় নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। এসময় বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহার ও জাইকার উপজেলা কর্মকর্তা জাকিয়া সুলতানার সঞ্চালনায় সহকারী কমিশনার জাহিদ হাসান, সরকারি মহিলা কলেজের প্রভাষক সরকার রাহনুমা আফরোজ, পবা থানার ওসি মনিরুল ইসলাম, হড়গ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ, এলজিইডি প্রকৌশলী মকবুল হোসেন, উপজেলা পিআইও প্রকৌশলী আবু বাশির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএনএম জুহুরুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন ও পাট কর্মকর্তা গোলাম মোস্তফাসহ বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাঘা

বাঘা প্রতিনিধি জানান, বাঘার কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে সকালে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে শহিদ মিনারে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা, বাঘা থানা পুলিশ, বাঘা ও আড়ানি পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বাঘা প্রেস ক্লাব ও বিভিন্ন সংগঠন। পরে সকল শহিদদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।

পোরশা

পোরশা (নওগাঁ) প্রতিনিধি জানান, উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে কর্মসূচির সূচনা হয়। উপজেলা স্মৃতিসৌধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও আরিফ আদানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে নিতপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনান ও থানা অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক। এছাড়াও ইউএনও আরিফ আদনানের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা, যোদ্ধাহত পরিবার ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের সম্মানে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পার্বতীপুর

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়ানোর মাধ্যমে পৌর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন, মডেল থানার ওসি আব্দুস ছালাম, রেলওয়ে থানার ওসি ফখরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ভোলাহাট

ভোলাহাট (চাঁপাই) প্রতিনিধি জানান, দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে ছিল-সূর্যোদয়ের সাথে সাথে ভোলাহাট শহিদ মিনার প্রাঙ্গণে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারী ভবনসমূহে জাতীয় শহিদ মুক্তিযোদ্ধাদের নামাঙ্কিত স্মৃতিফলক ও স্মৃতিসৌধে উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা ভূমি সহকারী কমিশনার কৃষ্ণ চন্দ্র। এরপর পুষ্পস্তবক অর্পণ করেন ভোলাহাট থানার ওসি শহিদুল ইসলাম ও এসআই রাম জীবন ও খায়রুল ইসলামসহ পুলিশ কনস্টেবলরা। এরপর ‘৭১র রণাঙ্গনের বীর সৈনিক বীরমুক্তিযোদ্ধাদের নেতৃত্ব দেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার আলহাজ্ব নুরুল ইসলাম লোলো হাজি। রাজনৈতিক দলের মধ্যে ছিল উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল ও তার অংগসংগঠনের নেতাকর্মীগণ।

গোমস্তাপুর

গোমস্তাপুর (চাঁপাই) প্রতিনিধি জানান, সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসে, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাটে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল আটটায় রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করার পর কুচকাওয়াজ ও শিশু কিশোরদের ডিসপ্লে প্রদর্শন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অন্যনার সভাপতিত্বে সকাল ১০টায় রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাপাহার

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি জানান, কর্মসূচির মধ্যে ছিলো শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তেলন, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, দোয়া মোনাজাত ও আলোচনা সভা। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা জিরো পয়েন্ট প্রাঙ্গণের শহিদ স্মৃতি স্তম্ভতে উপজেলা প্রশাসন, বিএনপি, মুক্তিযোদ্ধা কমান্ড, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগ, সরকারি কলেজ, পল্লীবিদ্যুৎ, বিভিন্ন সরকারি ও বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেছে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লালপুর

লালপুর (নাটোর) প্রতিনিধি জানান, সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসানের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা। পরে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, বিএনসিসি, বাংলাদেশ স্কাউটস ও গার্লস গাইডের সম্মিলিত সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

শিবগঞ্জ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি জানান, উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির সূচনা করেন। সরকারি বেসরকারি ভবনে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। ভোরে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলার রশিদ সনু, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম এছাড়াও উপজেলা পর্যায়ের বিভাগীয় প্রধান, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং সাংস্কৃতিক গোষ্ঠির পক্ষ থেকে জানানো হয় শ্রদ্ধা নিবেদন। শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।