বাগমারায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

বাগমারা প্রতিনিধি: বাগমারার হাটগাঙ্গোপাড়াস্থ অনির্বাণ কোচিং সেন্টারের উদ্যোগে চলতি সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলাম। বক্তব্য দেন- অনির্বাণ কোচিং সেস্টারের শাখা পরিচালক সহকারি শিক্ষক রেজাউল করিম, যুগান্তর ও দৈনিক সোনালী সংবাদের প্রতিনিধি আবু বাককার সুজন, সহকারি বিএসসি শিক্ষক রেজাউল ইসলাম, সহকারি কৃষি বিষয়ক শিক্ষক জিয়াউল হক, সহকারি গণিত শিক্ষক শফিকুল ইসলাম, বানইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, সহকারী ইংরেজি শিক্ষক শরিফুল ইসলাম, প্রভাষক আব্দুল মতিন ও প্রভাষক জাহেদুর রহমান প্রমুখ।