ঢাকা | মার্চ ৩১, ২০২৫ - ৩:১৫ অপরাহ্ন

শিরোনাম

বগুড়ায় দুর্ঘটনায় যুবদল নেতাসহ নিহত ২

  • আপডেট: Friday, March 28, 2025 - 11:24 pm

বগুড়া প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়া ও সারিয়াকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— দুপচাঁচিয়া পৌরসভার ৫ নাম্বার ওয়ার্ডের কোর্টপাড়ার মৃত ময়েজ উদ্দিন প্রামাণিকের ছেলে উপজেলা যুবদল সদস্য রফিকুল ইসলাম (৪৫) ও সারিয়াকান্দি উপজেলার হাটফুলবাড়ি ইউনিয়নের ছাগলধরা গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী বকুল বানু (৮০)।

পুলিশ সূত্রে জানা গেছে, শাহ নেওয়াজ তালুকদার সৈকতকে (৩২) সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে জয়পুরহাট যাচ্ছিলেন রফিকুল। তারা জয়পুরহাট সদর উপজেলার হিমছি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় একটি বাস। এতে সৈকত ও রফিকুল রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক রফিকুলকে মৃত ঘোষণা করেন। অপরদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় সারিয়াকান্দি উপজেলার হাটফুলবাড়ি ইউনিয়নের ছাগলধরা গ্রামের বৃদ্ধা বকুল বানু, সাহেদ আলী (৭৫), আবুল কাসেম (৭৬) ও নার্গিস আক্তার (৩০) একটি ব্যাটারি চালিত অটোরিকশা করে নিজ নিজ গন্তব্যে যাচ্ছিলেন।

অটোরিকশাটি চৌকিবাড়ি গ্রামের সুখদহ নদীর ওপর নির্মিত সেতুতে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে অটোরিকশাটি নদীতে পড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান বৃদ্ধা বকুল বানু।

ফায়ার সার্ভিসের কর্মীরা আহত সাহেদ আলী, আবুল কাসেম ও নার্গিস আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এদের মধ্যে নার্গিস আক্তারের অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় নিহত বৃদ্ধার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।