পুঠিয়ায় সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় সাংবাদিকদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী পুঠিয়া উপজেলা শাখার আয়োজনে বানেশ্বরে বাজারে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী পুঠিয়া উপজেলা শাখার সুরা ও কর্মপরিষদ সদস্য তাহের হুদা রঞ্জুর সঞ্চালনা ও উপজেলা আমির মাওলানা মনজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নুরুজ্জামান লিটন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিনহাজুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।