ঢাকা | মার্চ ৩১, ২০২৫ - ৩:০৯ অপরাহ্ন

শিরোনাম

নাটোরে পুকুর থেকে ৬ আগ্নেয়াস্ত্র উদ্ধার

  • আপডেট: Friday, March 28, 2025 - 11:28 pm

নাটোর প্রতিনিধি: নাটোরে শহরের পুরাতন থানার পাশে একটি পুকুর থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে কান্দিভিটা এলাকার তালাব পুকুর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে তালাব পুকুরে মাছ ধরার সময় জেলেদের জালে কম্বলে মোড়ানো একটি বস্তার মত বস্তু উঠে আসে। সেটিকে উপরে তুলে কম্বল খোলা হলে আগ্নেয়াস্ত্র দেখা যায়। পরে পাশের ট্র্যাফিক পুলিশকে বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে আসে ও থানা পুলিশকে বিষয়টি জানায়। পরবর্তীতে নাটোর থানা পুলিশের একটি দল ঘটনা স্থলে এসে ফায়ার সার্ভিসের সহায়তায় পুকুরে তল্লাশি চালায়। এসময় আরও চারটি শটগান উদ্ধার করা হয়।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার শারমিলী শারমিন সুলতানা নেলি বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেডের সহায়তায় ডুবুরিদল পুকুরে তল্লাশি চালিয়ে চারটি শটগান ও জেলের জালে উঠে আসা একটি একনলা বন্দুক ও একটি এয়ারগান উদ্ধার করেছে। তিনি আরও বলেন, অবৈধ অস্ত্রগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থাসহ সন্দেহভাজন আরও পুকুরে তল্লাশি চালানো হবে।