দোকানে ঢুকে পড়ল চলন্ত ট্রলি, পা ভাঙলো ব্যবসায়ীর

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে বেপরোয়া গতিতে যাওয়ার সময় ইটবোঝাই একটি ট্রলি ঢুকে পড়ে মুদি দোকানে। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে যান মুদি ব্যবসাী আব্বাস আলী। শুক্রবার সকাল ১০টা দিকে দুর্গাপুর পৌর এলাকার শালঘরিয়া বদির মোড় এ ঘটনা ঘটে। দোকানে থাকা মুদি ব্যবসায়ী আব্বাসকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মুদি ব্যবসায়ী আব্বাস দোকানে বসে ছিলেন। এ সময় ওই পাশ দিয়ে হৃদয় নামের এক শ্যালো ইঞ্জিন চালিত ট্রলির চালক ট্রলিতে করে ইট নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আব্বাসের দোকানে ঢুকে পড়লে আব্বাস ট্রলির ধাক্কায় চাপা পড়ে পা ভেঙে যায়।
পরে স্থানীয়রা দ্রুত তাকে দোকান থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করে। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দুরুল হুদা বলেন, ঘটনাটি শুনেছি। আহত ওই মুদি ব্যবসায়ী রাজশাহী মেডিকেলে আছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।