ঢাকা | মার্চ ৩১, ২০২৫ - ৬:৩২ পূর্বাহ্ন

শিরোনাম

দুই ফ্রিল্যান্সার অপহরণ মামলায় মহানগর ডিবির ৬ পুলিশ রিমান্ডে

  • আপডেট: Friday, March 28, 2025 - 12:12 am

বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় দুই ফ্রিল্যান্সারকে অপহরণ ও মুক্তিপণ আদায় মামলায় গ্রেপ্তারকৃত রাজশাহী মেট্রোপলিটন (আরএমপি) ডিবির ৬ সদস্যের এক দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টায় বগুড়া আদালতের বিচারক তাদের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) হায়দার আলী আসামিদের সাত দিন করে রিমান্ড চেয়ে বগুড়া আদালতে এ আবেদন করেন। রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলো- আরএমপির গোয়েন্দা শাখার (ডিবি) এসআই শাহিন মোহাম্মদ অনু ইসলাম, কনস্টেবল রিপন মিয়া, আবুল কালাম আজাদ, মাহবুব আলম, ওহাব আলী ও বাশির আলী।

মামলা সূত্রে জানা যায়, পুলিশ সদস্য ওহাব আলীর পরিকল্পনায় উপজেলার দিঘলকান্দি গ্রামের ফ্রিল্যান্সার রাব্বী ও জাহাঙ্গীর আলমকে গত ২৩ মার্চ রাত সাড়ে ১১টায় নিজ বাড়ি থেকে মাইক্রেবাসে তুলে অপহরণ করে গোয়েন্দা পুলিশের ৫ সদস্য। রাত প্রায় ২টায় অপহরণকারীরা পরিবারের কাছে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

পরে বিকাশের মাধ্যমে তিন লাখ ৩০ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ অবস্থায় গত ২৪ মার্চ ভোর ৪টায় বগুড়া-নাটোর মহাসড়কের শাজাহানপুর উপজেলার বীরগ্রাম বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

একইসঙ্গে মাইক্রোবাসের চালক মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সোমবার বিকেলে ভুক্তভোগী রাব্বীর বাবা সেলিম সেখ বাদি হয়ে ৭ জনের নামে থানায় মামলা দায়ের করেন।

আসামিদের গ্রেপ্তার করে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার উপপরিদর্শক (এসআই) হায়দার আলী বলেন, অধিকতর তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য আদালত আসামিদের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

আদালত থেকে আসামিদের থানা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে নতুন কোনো তথ্য পাওয়া যেতে পারে।