গোদাগাড়ীতে বিএনপির পৃথক ইফতার মাহফিল

গোদাগাড়ী প্রতিনিধি: বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও মরহুম ব্যারিস্টার আমিনুল হকের আত্মার মাগফেরাত কামনায় গোদাগাড়ী পৌর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার গোদাগাড়ী পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আফজি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। গোদাগাড়ী পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আনোয়ারুল ইসলাম সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন।
এর আগে গত বুধবার বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জসিমউদ্দিন দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে ৬ নং মাটিকাটা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ, গোদাগাড়ী, রাজশাহী আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সেখানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল (অব:) শরিফ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬নং মাটিকাটা ইউনিয়নের সভাপতি এহসানুল কবীর টুকু। এসময় আরো বক্তব্য রাখেন, ৬ নং মাটিকাটা ইউনিয়নের সিনিয়র সভাপতি জয়নুল আহসান, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল বুলু, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও গোদাগাড়ী মৎস্য দলের আব্দুল জলিল।