ঈদে বিনামূল্যে চাল পেলেন চারঘাটের দশ হাজার পরিবার

চারঘাট প্রতিনিধি: একটি ‘ক’ শ্রেণির পৌরসভা ও ছয়টি ইউনিয়ন নিয়ে রাজশাহীর চারঘাট উপজেলা।
মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চারঘাট পৌরসভার ৯টি ওয়ার্ডে ৪ হাজার ৬২১টি এবং উপজেলার ছয়টি ইউনিয়নের ৫ হাজার ২১০টি দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল দেয়া হয়েছে।
ঈদ উপহারের এই চাল পেয়ে খুশি স্থানীয় নিম্নআয়ের মানুষ। চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চারঘাট উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়নে অসহায়, দুস্থ ও হতদরিদ্র ৯ হাজার ৮৩১টি পরিবারের জন্য প্রায় ৯৮ মেট্রিকটন ভিজিএফ চাল বরাদ্দ দেয় সরকার।
এ চাল ৯ হাজার ৮৩১টি কার্ডের বিপরীতে জনপ্রতি ১০ কেজি করে বিতরণের সিদ্ধান্ত হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন আবাসনের ৭০০টি পরিবারের কাছে ঈদ উপহারের চাল পৌঁছে দেওয়া হয়েছে। সরকারের বিশেষ বরাদ্দের চাল নিয়ে বাড়ি ফেরার পথে কথা হয় চারঘাট পৌরসভার পিরোজপুর গ্রামের বাসিন্দা জরিনা বেগমের সাথে।
তিনি বলেন, আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র ঈদ। ঈদের আগে ১০ কেজি চাল পেয়ে আমি খুব খুশি। এখন সেমাই ও চিনি কিনলেই ঈদটা পার করতে পারবো। চাল পেয়ে আরেক উপকারভোগী মিয়াপুর গ্রামের বাসিন্দা তুহিন আলী বলেন, এবার বিগত বছরের তুলনায় সুষ্ঠুভাবে চাল বিতরণ হয়েছে। চালের গুণগত মানও আগের চেয়ে ভালো। এলাকার প্রকৃত গরীব মানুষরা চাল পেয়েছে। হয়রানি ছাড়া স্বল্প সময়ের মধ্যে চাল নিয়ে বাড়ি ফিরতে পেরেছি।
পৌরসভা নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন জানান, তিন দিনে পৌরসভার ৯টি ওয়ার্ডে ৪,৬২১টি নিম্ন আয়ের পরিবারকে চাল বিতরণ করা হয়েছে। এত স্বল্প সময়ে আলাদা ভাবে ওজন করে চাল দেওয়া অসম্ভব। এজন্য একটি বালতিতে ১০ কেজি ওজন পরিমাপ করে নিয়ে সে অনুযায়ী সবার মাঝে বিতরণ করা হয়েছে।
এত স্বল্প সময়ে সঠিকভাবে চাল দেওয়া সম্ভব হয়েছে। চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, উপজেলার প্রায় দশ হাজার পরিবার ঈদ উপলক্ষে দশ কেজি হারে চাল পেয়েছে। স্বল্প সময়ে অনেক বেশি সুবিধাভোগীর মাঝে চাল বিতরণ করায় কিছু ভুল ত্রুটি থাকতে পারে। তবে সুবিধাভোগীরা চাল পেয়ে খুশি মনে বাড়িতে ফিরেছে। এছাড়াও আবাসনের বাসিন্দাদের কাছে ঈদ উপহারের চাল পৌঁছে দেয়া হয়েছে।