ঢাকা | মে ১৩, ২০২৫ - ৯:৩৬ অপরাহ্ন

শিরোনাম

পদ্মায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

  • আপডেট: Friday, March 28, 2025 - 10:30 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় পদ্মায় অজ্ঞাত ভাসমান এক নারীর (৪২) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার চকরাজাপুর খেয়াখাটের পাশ থেকে এই লাশ উদ্ধার করা হয়।

পরে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। জানা গেছে, উপজেলার চকরাজাপুর খেয়াখাটের পাশে এক নারীর সালোয়ার কামিজ পড়া লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে বাঘা থানায় খবর দেয়া হয়। বাঘা থানা পুলিশ চারঘাট নৌপুলিশের সহায়তায় লাশ উদ্ধার করে।

চারঘাট নৌপুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ এসআই মুনসুর রহমান বলেন, বাঘা থানা পুলিশের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। পরে একটি ইউডি মামলা দায়ের করে লাশের ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে নারীর মৃত্যুর কারণ জানা যাবে।

বাঘা থানার ওসি আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, চারঘাট নৌপুলিশ বাদি হয়ে একটি ইউডি মামলা করেছেন। নৌ পুলিশ ও বাঘা থানা পুলিশ পৃথকভাবে তদন্ত করবে। বিকাল ৩টা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।

Hi-performance fast WordPress hosting by FireVPS