ঢাকা | এপ্রিল ২, ২০২৫ - ৩:০৩ পূর্বাহ্ন

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাফিক সার্জনের মৃত্যু

  • আপডেট: Friday, March 28, 2025 - 11:58 am

অনলাইন ডেস্ক : দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে সড়ক দুর্ঘটনায় বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল করিম (৪৫) নামে এক ট্রাফিক সার্জন নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের কাহারোল উপজেলার দশমাইল-বীরগঞ্জ হাইওয়ের ১১মাইল পূর্ব সাদিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দশমাইল হাইওয়ে থানার পরিদর্শক মো. ওমর ফারুক জানান, গতকাল বৃহস্পতিবার রাতে দিনাজপুর সদর ট্র্যাফিক টিএসআই আব্দুল করিম ফোর্সসহ বীরগঞ্জ থানা এলাকায় ডিউটি শেষে দিনাজপুরের উদ্দেশ্যে মোটর সাইকেলযোগে রওনা দেন। তিনি মোটরসাইকেলযোগে কাহারোল থানাধীন দশমাইল-বীরগঞ্জ হাইওয়ের ১১মাইল পূর্ব সাদিপুর এলাকায় পৌঁছলে, বীরগঞ্জগামী শামীম পরিবহন এর একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওমর ফারুক আরো জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ গতকাল রাত সাড়ে ১১টায় নিহতের লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। আজ শুক্রবার ময়নাতদন্তের পর নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

সূত্র: বাসস