ঢাকা | মে ১৪, ২০২৫ - ১:৩১ অপরাহ্ন

কৃষকের ৮০ বিঘা জমির বোরো ধান নষ্ট করল দুর্বৃত্তরা

  • আপডেট: Friday, March 28, 2025 - 10:40 pm

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় আল জামিয়া আল আরাবিয়াহ দারুল হিদায়ার্হ ৮০ বিঘা জমির বোরো ধানে কীটনাশক প্রয়োগ করে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাতে ম্দ্রাাসার মালিকানাধীন জমিতে কীটনাশক প্রয়োগ করে দুর্বৃত্তরা। এতে ৮০ বিঘা জমির ধান সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন সংশ্লিষ্ট মাদ্রাসার সেক্রেটারি নজরুল ইসলাম শাহ্ মাদ্রাসার শিক্ষক সাখাওয়াত হোসেন জানান, নিতপুর ইউনিয়নের সোহাতি মোজার ওই জমিগুলি স্থানীয় কৃষকদের বর্গা দেয়া ছিল।

কৃষকরা প্রতি বছরের মত এ বছরও জমিগুলোতে বোরো ধান চাষ করেছেন। কিন্তু হঠাৎ করে দুর্বৃত্তরা রাতের অন্ধকারে কীটনাশক প্রয়োগ করে ধানগুলো মেরে ফেলেছে। এর ফলে বৃহৎ ওই শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

মাদ্াসার সেক্রেটারি নজরুল ইসলাম শাহ্ জানান, দীর্ঘদিন মাদ্রাসা কর্তৃপক্ষ জমিগুলি দেখা শুনা করছেন এবং জমির ফসল থেকে আয় প্রতিষ্ঠানটির বিভিন্ন খাতে ব্যয় করে আসছেন। কিন্তু হঠাৎ কি কারণে কে বা কাহারা কীটনাশক প্রয়োগ করেছেন তিনি বুঝে উঠতে পারছেন না। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে তিনি জানান।

পোরশা থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

Hi-performance fast WordPress hosting by FireVPS