ঢাকা | মে ১৪, ২০২৫ - ১২:৩৫ অপরাহ্ন

বাঘায় শিশু ধর্ষণ মামলার আসামি জয় গ্রেপ্তার

  • আপডেট: Thursday, March 27, 2025 - 11:19 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় আট বছরের শিশুকে ধর্ষণ মামলার আসামি জয় হোসেনকে (১৮) বৃহস্পতিবার রাজপাড়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব-৫।

জয় হোসেন বাঘা পৌরসভার চকছাতারি গ্রামের হানিফ মিস্ত্রীর ছেলে। জানা গেছে, গত ১৯ মার্চ জয় হোসেন চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে টাকার লোভ দেখিয়ে ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এসময় তার মা বাড়িতে আসলে জয় পালিয়ে যায়। এরপর ওই রাতে শিশুর বাবা বাদী হয়ে জয় হোসেনকে আসামি করে মামলা দামলা করেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসিতে শারীরিক পরীক্ষা করা হয়। বাঘা থানার ওসি আ.ফ.ম আছাদুজ্জামান বলেন, জয় হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS