ঢাকা | মে ১৪, ২০২৫ - ১০:০১ অপরাহ্ন

বাগাতিপাড়ায় গণধর্ষণ মামলায় ৪ জন গ্রেপ্তার

  • আপডেট: Thursday, March 27, 2025 - 11:24 pm

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় গণধর্ষণ মামলায় ৪ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। অভিযোগ দায়েরের ৪ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হন বাগাতিপাড়া মডেল থানা পুলিশ।

মঙ্গলবার দুপুরে গণধর্ষণ মামলায় ৪ আসামিকে গ্রেপ্তারের পর বুধবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার কাকফো এলাকার সাদেক আলীর ছেলে মেহেদী হাসান, হাটদৌল এলাকার বিচ্চাদ আলীর ছেলে রনি ও একই এলাকার আ. মান্নানের ছেলে রাজিব এবং জেলার সিংড়া উপজেলার শেরকোল এলাকার রহুল আমিনের ছেলে মোস্তফা।

ভুক্তভোগী পরিবার ও থানা পুলিশ সূত্রে জানাযায়, ১৭ বছর বয়সী এক তুরুণীর সাথে উপজেলার কাকফো এলাকার মেহেদী হাসান নামের এক যুবকের প্রায় ১ বছরের প্রেমের সম্পর্ক চলছিল। তারই সুবাদে চলতি বছরের গত ৫ মার্চ রাতে কৌশলে ওই যুবক ওই তরুণীকে ডেকে পার্শ্ববর্তী এক নির্জন স্থানে নিয়ে যায় এবং সেখানে তরুণীর ইচ্ছার বিরুদ্ধে মেহেদী ও তার আরো তিন বন্ধু মিলে পর্যায়ক্রমে গণধর্ষণ করে।

পরে পরিবারের লোকজন জানতে পেরে ওই তরুণির মা বাদি হয়ে গত ২৫ মার্চ দুপুরে বাগাতিপাড়া মডেল থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাটি আমলে নিয়ে অভিযোগ দায়েরের ৪ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ আমলে নিয়ে জেলার সিংড়া থানা এলাকা থেকে মেহেদী, রনি ও মোস্তফাকে এবং রাজিবকে বাগাতিপাড়া থানা এলাকা হতে গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয় বলেও জানান তিনি।

Hi-performance fast WordPress hosting by FireVPS