ঢাকা | এপ্রিল ২, ২০২৫ - ১:১৮ পূর্বাহ্ন

পবায় জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল

  • আপডেট: Thursday, March 27, 2025 - 11:48 pm

স্টাফ রিপোর্টার: পবায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়গাছী ইউনিয়ন শাখার আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বড়গাছী ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ।

এসময় বিশেষ অতিথি ছিলেন বড়গাছী ইউনিয়নের সাধারণ সম্পাদক শরফুদ্দিন আহম্মেদ, এয়ারপোর্ট থানার আমির মাওলানা সুজা উদ্দিন, এয়ারপোর্ট থানার নায়েবে আমির রফিকুল ইসলাম বকুল, বড়গাছী ইউনিয়নের আমির মিলন রহমান প্রমুখ।