ঢাকা | এপ্রিল ৩, ২০২৫ - ১১:২০ অপরাহ্ন

শিরোনাম

৮ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর

  • আপডেট: Thursday, March 27, 2025 - 11:31 pm

শিবগঞ্জ (চাঁপাই) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর টানা ৮ দিন বন্ধ থাকবে।

আগামী ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ৬ এপ্রিল সকাল থেকে বন্দরের যথারীতি কার্যক্রম শুরু হবে। এ তথ্য নিশ্চিত করেছেন পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম।

তিনি জানান, সাপ্তাহিক ছুটি ও ঈদুল ফিতরের সরকারি ছুটির কারণে বন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে। ফলে এ সময়ের মধ্যে বাংলাদেশ-ভারত ব্যবসা বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। তবে সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ (উপপরিদর্শক) জামিরুল ইসলাম বলেন, বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও সোনামসজিদ স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট স্বাভাবিক থাকবে। ফলে পাসপোর্টধারী যাত্রীরা পূর্বের মতোই নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন।