ঢাকা | এপ্রিল ২, ২০২৫ - ২:৫৮ পূর্বাহ্ন

৬নং মাটিকাটা ইউনিয়ন বিএনপি‘র ইফতার ও দোয়া মাহফিল

  • আপডেট: Thursday, March 27, 2025 - 5:10 pm

অনলাইন ডেস্ক: বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার জসিমউদ্দিন দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে ৬নং মাটিকাটা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ, গোদাগাড়ী, রাজশাহী আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য মেজর জেনারেল (অব:) শরিফ উদ্দিন।

ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি‘র বক্তব্যে শরিফ উদ্দিন বলেন, রাজশাহী-১ আসনের উন্নয়নের কাণ্ডারি ছিলেন বিএনপি‘র সাবেক সাংসদ প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক। গত ১৭ বছরে এই এলাকায় কোন উন্নয়ন হয়নি বললেই চলে।

আমাকে যদি বিএনপি থেকে রাজশাহী-১ আসনে মনোনয়ন দেওয়া হয়, তাহলে আমার বড় ভাই এর উন্নয়নের ধারা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষকে সমর্থন দিয়ে বিএনপিকে সরকার গঠনে ভূমিকা রাখবেন।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ৬নং মাটিকাটা ইউনিয়নের সভাপতি এহসানুল কবীর টুকু। সভাপতির বক্তব্যে টুকু বলেন, রাজশাহী-১ আসনে মেজর জেনারেল (অব:) শরিফ উদ্দিন এর কোন বিকল্প নাই।

উনি রাজনৈতিক পরিবারের সদস্য এবং রাজশাহী-১ আসনের যোগ্যব্যাক্তি। ৬নং মাটিকাটা এলাকাবাসীর প্রত্যাশা মেজর জেনারেল (অব:) শরিফ উদ্দিন রাজশাহী-১ আসনের বিএনপি‘র মনোনয়ন পাবেন এবং সেই সাথে তিনি বিপুল ভোটে জয়লাভ করে সংসদের প্রেমতলীবাসীর সমস্যাগুলো তুলে ধরবেন।

এসময় আরো বক্তব্য রাখেন, ৬নং মাটিকাটা ইউনিয়নের সিনিয়র সভাপতি জয়নুল আহসান, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল বুলু, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও গোদাগাড়ী মৎস দলের আব্দুল জলিল।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিল ৬নং মাটিকাটা ইউনিয়ন বিএনপি‘র কয়েক হাজার নেতা-কর্মী সহ এলাকার বিভিন্ন স্তরের সাধারণ মানুষ।