াকা | এপ্রিল ২৮, ২০২৫ - ২:৫৯ পূর্বাহ্ন

স্বনির্ভর সমাজ বিনির্মাণে স্কাউট আন্দোলন সর্বত্র ছড়িয়ে দিতে হবে: চট্টগ্রামের বিভাগীয় কমিশনার

  • আপডেট: Thursday, March 27, 2025 - 4:10 pm

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন বলেছেন, স্বনির্ভর সমাজ বিনির্মানে স্কাউট আন্দোলন সর্বত্র ছড়িয়ে দিতে হবে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চলের ত্রি-বার্ষিক কাউন্সিল-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথি বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন একথা বলেন।

বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চলের এডহক কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহাম্মদের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় জিয়াউদ্দিন বলেন, আত্মপ্রত্যয়ী, বৈষম্যমুক্ত, স্বনির্ভর সমাজ বিনির্মাণে স্কাউট আন্দোলনকে পাড়ায়, মহল্লায়, গ্রামে ছড়িয়ে দিতে হবে। এজন্যে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে প্রচুর স্কাউট লিডার সৃষ্টি করতে হবে।

সভার ২য় অধিবেশনে অনুষ্ঠিত নির্বাচনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ব্যালটে আঞ্চলিক কমিশনার নির্বাচিত হন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব ড. এ কে এম সামছুদ্দিন আজাদ।

সর্বোচ্চ ভোটে সহসভাপতি নির্বাচিত হয়েছেন রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত স্কাউটস লিডার মানবাধিকার আইনবিদ এডভোকেট জিয়া হাবীব আহসান।

অপর দু’জন নির্বাচিত সহ সভাপতি হলেন যথাক্রমে লিডার ট্রেনার পার্থ প্রতিম দাশ ও লিডার ট্রেনার মোহাম্মদ জসিমউদ্দীন। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন লিডার ট্রেনার খায়রুজ্জামান চৌধুরী, সম্পাদক পদে এস এম শাহনেওয়াজ আলী মির্জা ও যুগ্ম সম্পাদক পদে মো.ইমরান হোসাইন নির্বাচিত হয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত তিনজন কাউন্সিলর প্রতিনিধি ও লিডার ট্রেনার প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যথাক্রমে বান্দরবান জেলা শিক্ষা অফিসার আবু সালেহ মোহাম্মদ ফরিদ উদ্দিন, চট্টগ্রামের কুসুম কুমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার বেগম ও আ ন ম আজগর হোসাইন।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর সম্মেলন কক্ষে বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চল (চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম জেলা, কক্সবাজার, রাংগামাটি, বান্দরবান, খাগড়াছড়ি) এর ১৩তম ত্রি- বার্ষিক কাউন্সিল -২০২৫ অনুষ্ঠিত হয়।

সূত্র: বাসস

Hi-performance fast WordPress hosting by FireVPS