রাজশাহীতে বিভিন্ন সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন হয়।
আরইউজে
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) আয়োজিত আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে বিশিষ্ট গুণীজনেরা ও সাংবাদিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আবদুল আউয়াল। আরইউজের সাধারণ সম্পাদক ও বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন রাজশাহী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল কাসেম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ, নদী গবেষক ও লেখক মাহবুব সিদ্দিকী, আরইউজের সাবেক সভাপতি ও কথাশিল্পী ডা. নাজিব ওয়াদুদ, ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) রাজশাহীর সাধারণ সম্পাদক ডা. মোরশেদ জামান মিয়া, আরইউজের সহ-সভাপতি মঈন উদ্দীন, সাবেক সহসভাপতি আবদুস সবুর, ভারপ্রাপ্ত যুগ্ম সম্পাদক ওমর ফারুক, অর্থ সম্পাদক তৌফিক ইমাম পান্না, নির্বাহী সদস্য সোহেল মাহবুব প্রমুখ। অনুষ্ঠানে আরইউজের সদস্যবৃন্দ ও পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জামায়াত ১৫ নং ওয়ার্ড
বাংলাদেশ জামায়াতে ইসলাম ১৫ নং ওয়ার্ড শাখার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব আহসান বুলবুল। অনুষ্ঠানের আয়োজন করেন তরুণ রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিল।
এ আলোচনা সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিলকে আগামী নির্বাচনে ১৫ নং ওয়ার্ড মনোনীত কাউন্সিলর প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
অনুষ্ঠানে আইবিডব্লিউএফ সভাপতি একে এম সারোয়ার জাহান পিন্স, গোলাম মোস্তফা, মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, বোয়ালিয়া মডেল থানা জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ এলাকার নেতৃবৃন্দ ও স্থানীয় মুসল্লিগণ।
এ আয়োজনে এলাকার জনগণ মাহে রমজানের গুরুত্ব সম্পর্কে আলোচনা শুনে এবং ইফতার মাহফিলে অংশগ্রহণ করে একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেন।