ঢাকা | এপ্রিল ৪, ২০২৫ - ৪:৫৪ অপরাহ্ন

শিরোনাম

বিভিন্ন স্থানে ইফতার মাহফিল

  • আপডেট: Thursday, March 27, 2025 - 11:08 pm

পুঠিয়া

পুঠিয়া প্রতিনিধি জানান, রাজশাহীর পুঠিয়ায় মহান স্বাধীনতার ৫৪তম বার্ষিকী উদযাপন উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মানে এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলা বিড়ালদহ ডিগ্রি কলেজ মাঠে প্রাঙ্গনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়। দোয়া মাহফিলে বানেশ্বর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলালের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র সাবেক কোষাধ্যক্ষ, আগামী সংসদ নির্বাচনে পুঠিয়া-দুর্গাপুর আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী গোলাম মোস্তফা। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও রাজশাহী জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্টো। এসময় উপস্থিত ছিলেন, ইউপির সাবেক সদস্য মোহাম্মদ শফিউদ্দিন মোল্লা, ইউনিয়ন বিএনপি সিনি: সহ-সভাপতি এনামুল হক, বিএনপি নেতা আব্দুস সোবাহান মণ্ডল, আব্দুল আজিজ, মোহাম্মদ আবু সাঈদ আখবর, মোহাম্মদ ইন্তাজ আলী, আলাউদ্দিন মন্ডলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গোদাগাড়ী

গোদাগাড়ী প্রতিনিধি জানান, বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার জসিমউদ্দিন দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে ৬ নং মাটিকাটা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ, গোদাগাড়ী, রাজশাহী আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য মেজর জেনারেল (অব:) শরিফ উদ্দিন। এতে সভাপতিত্ব করেন ৬ নং মাটিকাটা ইউনিয়নের সভাপতি এহসানুল কবীর টুকু। এসময় আরও বক্তব্য রাখেন ৬নং মাটিকাটা ইউনিয়নের সিনিয়র সভাপতি জয়নুল আহসান, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল বুলু, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও গোদাগাড়ী মৎস্য দলের আব্দুল জলিল। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিল ৬নং মাটিকাটা ইউনিয়ন বিএনপি’র কয়েক হাজার নেতা-কর্মীসহ এলাকার বিভিন্ন স্তরের সাধারণ মানুষ।

দুর্গাপুর

দুর্গাপুর প্রতিনিধি জানান,  রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটনের উদ্যোগে শালঘরিয়া গ্রামবাসীর সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার বিকালে উপজেলার শালঘরিয়া বদির মোড় সংলগ্ন আজমের আমগানে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।  অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাস্টার আনিসুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাস্টার শামীম উদ্দিনের সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে পরিবারের পক্ষে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ নুরুল ইসলাম, গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক সোহেল রানা সেলিম ও সহকারী শিক্ষক শাহাদাত হোসেন।  ইফতার মাহফিল শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়, যেখানে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকলের কল্যাণ কামনা করা হয়।

মোহনপুর

মোহনপুর প্রতিনিধি জানান, রাজশাহীর মোহনপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মোহনপুর শাখার আহ্বায়ক মামুনুর রশীদ এর সভাপতিত্বে এবং সদস্য সচিব ইয়াহিয়ার সঞ্চালনায় উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) ইমরান ইমন, কেন্দ্রীয় সংগঠক ফাতিন মাহাদী, জাতীয় নাগরিক কমিটি রাজশাহীর সংগঠক মোবাশ্বের রাজ, জাতীয় নাগরিক কমিটির রাজশাহী সংগঠক রাশেদ ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী জেলা আহ্বায়ক

নাহিদুল ইসলাম সাজু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহীর মহানগর আহ্বায়ক তানিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী মহানগর সদস্য সচিব হযরত আনাস প্রমুখ।