ঢাকা | এপ্রিল ৩, ২০২৫ - ১১:৫৩ অপরাহ্ন

পবার হরিয়ানে ঈদ সামগ্রী বিতরণ করলেন শফিকুল হক মিলন

  • আপডেট: Thursday, March 27, 2025 - 11:07 pm

স্টাফ রিপোর্টার: পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ও আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মুসলিমের মোড়ে হরিয়ান ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি রজব আলীর বাড়ীর সামনে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

এ সময় তিনি বলেন, বিএনপি জনগণের দল। এই দল সর্বদা জনগণের সাথে থাকে এবং জনগণের কথা ভাবে। বিগত পতিত সরকার দেশকে একটি তাবেদারী রাষ্ট্রে পরিণত করে গেছেন। যার খেশারত এখন জনগণকে দিতে হচ্ছে। এই সমস্যা কবে নাগাদ শেষ হবে তা কেউ স্পষ্ট করে বলতে পারছে না। বক্তব্য শেষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী প্রদান করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হরিয়ান ইউনিয়ন বিএনপি আহ্বায়ক আলহাজ্ব মজিবুর রহমান, যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাবিবুর রহমান, সাবেক সভাপতি আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম, হরিয়ান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাবের আলী পালু ও ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি আকছেদ আলী।

এছাড়া স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।