ঢাকা | মার্চ ৩১, ২০২৫ - ৭:১২ পূর্বাহ্ন

শিরোনাম

দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: গোলাম মোস্তফা

  • আপডেট: Thursday, March 27, 2025 - 11:57 pm

স্টাফ রিপোর্টার: যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক কোষাধ্যক্ষ ও সাবেক ছাত্রনেতা গোলাম মোস্তফা বলেন, তারেক রহমানের নির্দেশে আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিএনপিকে নিয়ে দেশের মধ্যে একটি চক্র বিভিন্ন পোপা কাণ্ড ছড়িয়ে যাচ্ছে, তা আমাদের প্রতিহত করতে হবে। কোনভাবেই যেন ওই চক্র আমাদের মধ্যে প্রবেশ না করে, সেদিকেও নেতাকর্মীদের নজর রাখতে হবে।

মহান স্বাধীনতার ৫৪তম বার্ষিক উদযাপন উপলক্ষে  রাজশাহীর পুঠিয়ায় শহিদ পরিবারের সদস্য ও মুক্তিযোদ্ধাদের সম্মানে এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলেন। গত বুধবার বিকেলে পুঠিয়ার বিড়ালদহ কলেজ মাঠে পুঠিয়া বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এ  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পুঠিয়া উপজেলার বানেশ্বরী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল এ ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন। এসময় অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্টো,বানেশ্বর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য শফিউদ্দিন মোল্লা, বানেশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি  এনামুল হক, সাবেক যুগ্ম সম্পাদ এন্তাজ পুঠিয়া ও দুর্গাপুরের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।