জুলাই অভ্যুত্থানে আহতদের অনুদানের চেক প্রদান

স্টাফ রিপোর্টার: জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধাদের জনের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাই গণঅভ্যুত্থানে আহত এ এবং বি ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক তুলে দেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) যোবায়ের হোসেন, জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদারসহ জুলাই গণঅভ্যুত্থানে আহত পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন।