ইমিটেশন অলঙ্কারে ঈদের কেনাকাটায় ভিড়

কবীর তুহিন: অলঙ্কার মানেই মেয়েরা বুঝতো সোনা বা রুপার গহনা। কিন্তু যুগের হাওয়ায় অনেক পরিবর্তন এসেছে। অলঙ্কারেও পরিবর্তনের ছোঁয়া লেগেছে।
কেননা সোনার দাম বেড়েই চলেছে। কমে গেছে রুপার প্রচলন। ফলে এসবের স্থান দখলে নিয়েছে ইমিটেশনের বাহারি ডিজাইনের রকমারি অলঙ্কার। বর্তমানে মেয়েদের পছন্দের তালিকায় স্থান করে নিয়েছে বিভিন্ন ধরনের ইমিটেশনের গহনা।
বিভিন্ন পার্টি বা নানা ধরনের অনুষ্ঠানে মেয়েরা এখন ব্যাপকহারে ব্যবহার করছেন সোনালি রঙের ইমিটেশন অলঙ্কার। ঈদে কেনাকাটার শেষদিনেও ইমিটেশন শপিংমলে প্রচণ্ড ভিড় করেন মেয়েরা।
বৃহস্পতিবার দুপুরে নগরীর আরডিএ মার্কেট, থিম ওমরপ্লাজা, নিউ মার্কেটসহ বিভিন্ন নামি-দামি শপিংমল ঘুরে ক্রেতা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, আরডিএ মার্কেটের দোকানগুলোয় ঈদ ঘিরে ইমিটেশন সম্ভার গড়ে তুলেছেন ব্যবসায়ীরা। দোকানগুলোয় থরে থরে সাজিয়ে রাখা হয়েছে রকমারি ডিজাইন ও কারুকার্যের ইমিটেশনের অলঙ্কার।
সোনা বা রুপার গহনার আদলে এসব সামগ্রী তৈরি করা হয়েছে। ইমিটেশনের এসব অলঙ্কার স্বাভাবিক দৃষ্টিতে দেখলে সোনা বা রুপার প্রকৃত গহনার মতোই লাগবে। নিউ মার্কেটের ইমিটেশন ব্যবসায়ী জানান, ঈদকে সামনে রেখে ভারত, নেপাল, চীন, ইন্দোনেশিয়া, কোরিয়া, থাইল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশের আকর্ষণীয় সব অলংকার আমদানি করা হয়েছে।
এরমধ্যে লহর মালা, ডায়মন্ড কাটিং চুরি, কাশ্মীরি ঝুমকা, কিরণমালা গহনা সেট, লকেট, রাখি, চুড়ি, ব্লুট্যুথ কানের দুল, ব্রাইডাল সেট, কুন্দল সেট, নেকলেস, পায়েল, সিতাহার, বাজু ও কোমরের বিছা অন্যতম ইমিটেশন অলংকার।
এসব ব্যবসায়ীরা জানান, ইমিটেশনের এসব অলঙ্কার উচ্চ ও উচ্চ মধ্যবিত্ত পরিবারের মেয়েরা বেশি ব্যবহার করে থাকেন। শেষদিকে এসব অলঙ্কার বেশি বেচাকেনা হয়। কারণ আগে সবাই যার যার মতো পছন্দের পোশাক কেনেন।
এরপর সেই পোশাক বা শাড়ির সঙ্গে ম্যাচ করে ইমিটেশন অলঙ্কার ক্রয় করেন তারা। ফলে বেচাবিক্রি করতে গিয়ে শেষদিনেও তাদের দম ফেলার ফুরসত নেই বলে এসব ব্যবসায়ীরা জানান।
কলেজছাত্রী সুমাইয়া মিম জানান, ঈদের কালেকশন হিসেবে প্রত্যেকটি অলঙ্কারই তাদের পছন্দ। কিন্তু সব তো আর কেনা সম্ভব নয়। তাই সবকিছু মাথায় রেখে এবারের ঈদে ইমিটেশনের অলঙ্কার কিনতে হচ্ছে বলে মেয়েরা জানান।
নগরীর বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায় ১শত টাকা থেকে ৩ হাজারের ওপরে ইমিটেশনের গয়না বিক্রয় হচ্ছে।